Logo
Logo
×

খবর

মাসুদ বিন মোমেন নতুন পররাষ্ট্র সচিব

Icon

কূটনৈতিক রিপোর্টার

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সরকার পেশাদার কূটনীতিক মাসুদ বিন মোমেনকে পররাষ্ট্র সচিব নিযুক্ত করেছে। মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি বিদায়ী পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের স্থলাভিষিক্ত হলেন।

মাসুদ বিন মোমেন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের একজন কর্মকর্তা। কূটনীতিক হিসেবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি নিউইয়র্ক, ইসলামাবাদ, নয়াদিল্লি ও কাঠমান্ডুতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র সচিব পদে নিযুক্তির পূর্বে তিনি ইতালি ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দফতরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাসুদ বিন মোমেন মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত টাফটস বিশ্ববিদ্যালয়ের অধীন ফ্লেচার স্কুল অব ল’ অ্যান্ড ডিপ্লোম্যাসিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত মাসুদ বিন মোমেন দুই সন্তানের জনক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম