ঢাকা-সিলেট রুটে ৫ ট্রেনের নতুন সময়সূচি
সিলেট ব্যুরো
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট রুটে যাতায়াতকারী ৫টি ট্রেন শুক্রবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলাচল শুরু করেছে। ঢাকা-সিলেট রুটের পারাবত এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল ৬টা ৩৫ মিনিটের পরিবর্তে ৬টা ২০ মিনিটে, সিলেট থেকে ছাড়বে বেলা ৩টার পরিবর্তে ছাড়বে ৩টা ৪৫ মিনিটে। সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে বেলা ১১টা ১৫ মিনিটের পরিবর্তে দুপুর ১২টায়, সিলেট থেকে ছাড়বে সকাল ৮টা ৪০-এর পরিবর্তে বেলা ১১টা ১৫ মিনিটে ছাড়বে। সিলেটগামী উপবন এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটের পরিবর্তে ৮টা ৩০ মিনিটে, সিলেট থেকে ছাড়বে রাত ১০টার পরিবর্তে রাত ১১টা ৩০ মিনিটে। এছাড়া ঢাকাগামী কালনী এক্সপ্রেস সিলেট থেকে ছাড়বে সকাল ৭টার পরিবর্তে ৬টা ১৫ মিনিটে, ঢাকা থেকে ছাড়বে বেলা ৩টায়।
