Logo
Logo
×

খবর

সুস্থ থাকুন

প্রোস্টেট গ্রন্থির সমস্যা হলে কী করবেন

Icon

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রোস্টেট একটি সুপারির মতো মাংসপিণ্ড, যা পুরুষের মূত্রথলির গ্রিবার নিচে মূত্রনালিকে ঘিরে থাকে। এর প্রধান কাজ শুক্রাণুর খাদ্যের জোগান দেয়া। প্রোস্টেট গ্রন্থির যত্ন নিন, সুস্থ থাকুন। প্রোস্টেট গ্রন্থি পুরুষের মূত্রথলির সামান্য নিচে অবস্থিত এক টুকরো মাংশপিণ্ড যার মধ্যে দিয়ে মূত্রনালি গিয়েছে।

বৃদ্ধির কারণ : বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেহের হরমোনেও কিছু কিছু পরিবর্তন হয়ে থাকে। হরমোনের এই পরিবর্তনকেই প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধির কারণ হিসেবে গণ্য করা হয়। পঞ্চাশোর্ধ্ব প্রায় সব পুরুষের প্রোস্টেট বড় হতে থাকে কিন্তু সবার উপসর্গ দেখা দেয় না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোস্টেটও বাড়তে থাকে। এই বৃদ্ধির হার ৫০ বছরের উপরে বেশি তবে কিছু ক্ষেত্রে প্রোস্টেট না বেড়ে ছোট হয়েও সমস্যা সৃষ্টি করে যাকে বলা ফাইব্রাস প্রোস্টেট।

বৃদ্ধির ফলাফল : প্রথমত, মূত্রনালির চারদিকে প্রোস্টেটের কোষ সংখ্যা বেড়ে মূত্রনালিকে চেপে ধরে। দ্বিতীয়ত, প্রোস্টেট গ্রন্থির মধ্যভাগ বৃদ্ধি পেয়ে মূত্রনালির বাহির পথকে আটকে দেয়। ফলে মূত্রথলি থেকে সহজে প্রস্রাব বের হতে পারে না।

এই রোগের উপর্সগগুলো : ঘন ঘন প্রস্রাব হওয়া, ফোঁটা ফোঁটা প্রস্রাব হওয়া, প্রস্রাব করার পরও প্রস্রাবের থলি খালি না হওয়া, প্রস্রাবের বেগ আটকিয়ে রাখা অসম্ভব হয়, প্রস্রাবের গতি দুর্বল ও মাঝপথে বন্ধ হয়, প্রস্রাবের থলি বেশি ভরে ফোঁটা ফোঁটা প্রস্রাব হয় ও অনেক সময় প্রস্রাবের সঙ্গে রক্ত যায়। প্রস্রাব একেবারে আটকে যাওয়া বা আটকানোর মতো হয়। হঠাৎ করে প্রস্রাব আটকে গেলে তলপেটে তীব্র ব্যথা ও প্রচণ্ড প্রস্রাবের চাপ অনুভূত হয়। প্রোস্টেটজনিত সমস্যাগুলোর মধ্যে রয়েছে ঘন ঘন প্রস্রাব হওয়া বিশেষত রাতে।

চিকিৎসা : ক্ষেত্রবিশেষ প্রোস্টেট বৃদ্ধিজনিত উপসর্গগুলো মেডিসিন প্রয়োগের মাধ্যমে উপশম লাভ করা যায়। ওষুধ প্রোস্টেটের মাংশপেশিগুলো শিথিল করে প্রস্রাবের বাধা দূর করে।

ডা. এসএম আবদুল আজিজ

আল-আজিজ হেলথ সেন্টার

পুরানা পল্টন, ঢাকা-১০০০।

মোবাইল : ০১৭১০২৯৮২৮৭।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম