Logo
Logo
×

খবর

বাঞ্ছারামপুর উপজেলা আ’লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাঞ্ছারামপুর সদরে ক্যাপ্টেন তাজুল ইসলাম অডিটোরিয়ামে এই পরিচিতি সভা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন, আগামী তিন মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি করতে হবে। নতুন কমিটির সবাইকে দলের কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তৃণমূলকে উজ্জীবিত করতে প্রতিটি নেতাকে নিজ নিজ জায়গা থেকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বাঞ্ছারামপুরের প্রতিটি ঘরে, প্রত্যেকটি গ্রামে যাতে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলা হয় সে ব্যাপারে উপজেলার নেতাদের করণীয় নিয়ে বক্তব্য দেন ক্যাপ্টেন তাজ। বলেন, শেখ হাসিনার উন্নয়নবার্তা সব মানুষের কাছে পৌঁছে দিতে হবে; তবেই সবাই নৌকার পতাকাতলে ঠাঁই নেবে।

পরিচিতি সভায় মুজিববর্ষ উদ্যাপন নিয়েও আলোচনা করেন বক্তারা। এ সময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম