Logo
Logo
×

খবর

২৪০ বছর পর ইংল্যান্ডের আকাশে বিরল ঈগল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

২৪০ বছর পর ইংল্যান্ডের আকাশে বিরল ঈগল

প্রায় ২৪০ বছর পর ইংল্যান্ডের আকাশে ফের দেখা মিলল সাদা লেজযুক্ত শিকারি ঈগলের।

ইংল্যান্ডের সবচেয়ে বড় শিকারি পাখি এটি। সম্প্রতি স্কটল্যান্ডের আকাশে দেখা মিলেছে এ ঈগলের। এরপর অবশ্য নরফোক, কেন্ট এবং সামারসেটেও তাদের দেখা মেলে। এদের ডানার দৈর্ঘ্য প্রায় ৮ ফুট ২ ইঞ্চি। ১৭৮০ সালের পর থেকে এদের খুব একটা দেখা যায়নি।

এ ঈগলের লেজ সাদা, মাথা ফ্যাকাশে এবং ঠোঁটের রং হলুদ। পক্ষী বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখন পর্যন্ত পুরুষ এবং নারী- এ দুই প্রজাতিই দেখা গেছে।

ঈগল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম