Logo
Logo
×

খবর

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

বরগুনায় দেশের প্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘর উদ্বোধন

Icon

যুগান্তর রিপোর্ট ও বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরগুনায় জেলা প্রশাসন ভবনসংলগ্ন পুরান পাবলিক লাইব্রেরি চত্বরে দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে একশ’ বেলুন উড়িয়ে বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, অতিরিক্ত জেলা প্রশাসক জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশ্রাফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, পৌর মেয়র শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু প্রমুখ। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বরগুনায় আছেন প্রায় ৬০ হাজার মৎস্যজীবী। নৌকা তাদের জীবনে অপরিহার্যভাবে জড়িয়ে আছে। কালের বিবর্তনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নৌকা হারিয়ে যাচ্ছে। তাই বরগুনায় এ নৌকা জাদুঘর করার উদ্যোগ নিই। মানুষের অনুদানে তৈরি হয়েছে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর বলেন, এ জাদুঘর তৈরি করে তিনি শুধু দেশেই নয় পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নৌকা আমাদের দলের প্রতীক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম