|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ধানমণ্ডিতে শুক্রবার ‘আর রহমান জামে মসজিদ’-এর উদ্বোধন করেছেন মসজিদের প্রধান পৃষ্ঠপোষক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা। জুমার নামাজে খতিব হিসাবে খুতবা পেশ করেন ও নামাজের ইমামতি করেন সৈয়দ মুফতি মো. ওসামা ইসলাম। ধানমণ্ডি ঈদগাহ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আতিকুর হাবীব, সোবহানবাগ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দস্তগীর মো. আদেল ও আর রহমান জামে মসজিদের সভাপতি চৌধুরী মোর্শেদ মুরাদ ও সাধারণ সম্পাদক মোমেন সরকার এবং শত শত মুসল্লি এই মসজিদে জুমার নামাজ আদায় করেন। স্বাধীনতার পরে ধানমণ্ডিতে চারটি মসজিদ ছিল-সোবহানবাগ মসজিদ, ঈদগাহ মসজিদ, তাকওয়া মসজিদ ও বায়তুল আমান জামে মসজিদ। যা বর্তমানে ধানমণ্ডির লোকসংখ্যা অনুযায়ী অত্যন্ত অপ্রতুল। এ কারণে এলাকাবাসীর উদ্যোগে ওই মসজিদটি নির্মাণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
