Logo
Logo
×

খবর

প্রেমের বিয়ের পরদিনই লাশ

Icon

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বিয়ের পরদিনই লাশ হলেন কলেজ শিক্ষার্থী জান্নাতুল রুবাইয়াত তন্বী (২১)। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বিয়েতে গড়ালেও অজানা কারণে সিলিং ফ্যানে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকার পশ্চিমপাড়ায় তার স্বামী সাদেক আহমেদ সাইমের (৩৪) বাড়িতে। তন্বী পৌরসভার জরাশাহীবাগ এলাকার অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক হাশেম খানশুর ও বাসাইল সদর ইউনিয়নের সাবেক মহিলা সদস্য বিউটি আক্তারের ছোট মেয়ে। তন্বীর মৃত্যুর বিষয়ে উভয় পরিবার পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। তন্বীর দেবর শাকিল খান জানান, স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে ভাবির (তন্বী) পরিবার বিয়ের কাবিনসহ আনুষ্ঠানিকতা শেষ করলেও মেয়ের প্রতি তারা নাখোশ ছিলেন। সকালে আমাকে ও সায়েম ভাইকে বাজার করতে পাঠানোর সময় ভাবিকে খুব বিষণ্ন লাগছিল। আমরা ধারণা করছি, সকালে তার মা-বাবার সঙ্গে মোবাইলে ঝগড়া হওয়ায় রাগে-ক্ষোভে আত্মহত্যা করেছেন তিনি। হাশেম খানশুর বলেন, আমি নিজে উপস্থিত থেকে বিয়ের কাজ শেষ করেছি। এ মৃত্যুর ঘটনা স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না। আমার মেয়েকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে বলে আমার বিশ্বাস। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মামলার পদক্ষেপ নেব। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে থানায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম