সৌদিতে সড়কে ঝরল নোয়াখালী প্রবাসীর প্রাণ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরবে গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটের আবদুল হাই টুকু (৪৮)। জেদ্দায় কর্মস্থলে যাওয়ার পথে তাকে বহনকারী গাড়িটি অপর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি মারা যান। নিহত প্রবাসী আবদুল হাই (৪৮) বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মোবারক আলী সারেং বাড়ির মজিবল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সৌদি আরবের জেদ্দা সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের ভাগ্নে আশ্রাফ হোসেন রবেন্স জানায়, অভাব অনটনের সংসারে সুখ ফিরিয়ে আনার আশায় ৩ বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন টুকু।
