খবর ও ছবি
ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের উদ্যোগে ত্রাণ বিতরণ
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনা পরিস্থিতিতে কর্মহীন, অসহায়, গরিব ও দুস্থ মানুষদের পাশে দাঁড়াল ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব। সেনাবাহিনী প্রধানের সহধর্মিণী ও ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বেগম নুরজাহান আহমেদের উদ্যোগে ক্লাব সদস্যদের পক্ষ থেকে জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় অসহায়, গরিব-দুঃখী মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়। লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষকের আহ্বানে সাড়া দিয়ে ক্লাবের সদস্যরা নগদ অর্থ (প্রায় ২০ লাখ টাকা) ও খাদ্যসামগ্রী নিয়ে এগিয়ে আসেন। এই উৎস হতে পর্যায়ক্রমে এক হাজার ২০০ জন দুস্থ ও অসহায় মানুষকে সহায়তা দেওয়া হবে। রোববার ১০০ জনেরও অধিক অসহায় নারী-পুরুষ ও শিশুকে এই সহায়তা প্রদান করেন বেগম নুরজাহান আহমেদ। আইএসপিআর।
