চট্টগ্রামে হলি হেলথ হাসপাতাল হঠাৎ বন্ধ ঘোষণা
ভবনের ভাড়া ও কর্মচারীদের বেতন বাকি, বিক্ষোভ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ জুলাই ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে হলি হেলথ নামে একটি বেরসরকারি হাসপাতাল কর্মচারীদের বেতন-ভাতা না দিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার পাঁচলাইশ থানার আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। বকেয়া বেতন ও বোনাসের দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
হাসপাতালের স্টাফরা জানান, ২৪ ঘণ্টা সেবা দেওয়ার কথা থাকলেও কুরবানির বন্ধে মুসলিম কর্মচারীদের ছুটি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় অমুসলিম কর্মচারীরা হাসপাতালে দায়িত্ব পালন করেন। পরে কোনো ঘোষণা না দিয়ে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ছাড়পত্র দেওয়া হয় এবং কর্মরত কর্মচারীদের বের করে দিয়ে হাসপাতাল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে শতাধিক কর্মচারীর জুন মাসের বেতন আটকে যায়। এদিকে ভবনটির ভাড়া বাবদ কয়েক লাখ টাকা বকেয়া রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, হাসপাতালটির ভবনের মালিক অস্ট্রেলিয়া প্রবাসী। সম্প্রতি তিনি দেশে এলে হাসপাতাল কর্তৃপক্ষে কাছে ভাড়া চাইলে তারা তাকে (ভবন মালিককে) হুমকি দেয়। এ ব্যাপারে তিনি পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার যুগান্তরকে জানান, কুরবানির আগ থেকে হাসপাতালটিতে সমস্যা চলছিল। পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে হলি হেলথ হাসপাতাল। কর্মচারীরা কুরবানির ছুটিতে থাকার সুযোগে এ কাজ করেছে মালিকপক্ষ। ওই হাসপাতালের ভবন মালিককে হুমকি দেওয়ার অভিযোগে একটি জিডি করা হয়েছে।
