নওগাঁ সরকারি কলেজ
ছাত্রফ্রন্টের কর্মীদের ওপর ছাত্রলীগের হামলা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় ছাত্র ফ্রন্ট নওগাঁ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শিশির, নওগাঁ শহর ছাত্র ফ্রন্টের আহ্বায়ক চৈতি সাহাসহ কয়েকজন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টায় নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসে হামলার এ ঘটনা ঘটে।
হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে সোমবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় শহিদ মিনার এলাকায় বিক্ষোভ করেছে ছাত্র ফ্রন্ট। হামলার ঘটনার যথাযথ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তারা।
ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা অভিযোগ করেন, নওগাঁ সরকারি কলেজে আজ থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সহায়তা দেওয়ার জন্য সকাল থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নওগাঁ জেলা শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পের প্রধান ফটকের সামনে একটি ভ্রাম্যমাণ তথ্য সহায়তা কেন্দ্র খোলা হয়। সেই কেন্দ্র থেকে ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সহায়তা কার্যক্রম চালাচ্ছিলেন। এ সময় নওগাঁ কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক রাজু আহমেদের নেতৃত্বে ১৫-১৬ নেতাকর্মী এসে তাদের কার্যক্রমে বাধা সৃষ্টি করে। কিন্তু তারা কার্যক্রম চালিয়ে যেতে চাইলে ছাত্রলীগের কর্মীরা তাদের হামলা চালিয়ে কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেন। পরে ছাত্র ফ্রন্টের কর্মীরা কলেজ ক্যাম্পাসের বাইরে ডিগ্রি কলেজ মোড়ে তথ্য সহায়তা কেন্দ্র খুলে কার্যক্রম চালাতে থাকলে দুপুরে তাদের আবারও হামলা চালায় ছাত্রলীগ।
এদিকে নওগাঁ কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সুমন হোসেন বলেন, কলেজে ছাত্র ফ্রন্টের ওপর কোন হামলা বা মারধরের ঘটনা ঘটেনি। তাদের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।
