Logo
Logo
×

খবর

অসদাচরণের অভিযোগ

রাজশাহীতে প্রধান শিক্ষককে শোকজ

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে রাজশাহীর গোদাগাড়ীতে স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। শোকজ নোটিশ দেওয়া শিক্ষকের নাম আব্দুর রহমান। তিনি উপজেলার আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত। গত ২৪ জানুয়ারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম স্বাক্ষরিত এ শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। সে সঙ্গে ওই শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না সে ব্যাপারে লিখিত জবাবও চাওয়া হয়েছে।

আব্দুর রহমানের বিরুদ্ধে শিক্ষকদের কারিকুলাম প্রশিক্ষণের সময় মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতি অসদাচরণ ও ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণে সরকারি অর্থ অপচয়, শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে শিক্ষক আব্দুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হ্যাঁ সামান্য কিছু ঘটনা ঘটেছিল। ঘটনার বিস্তারিত জানতে চাইলে এসব বিষয়ে পরে কথা বলব বলে তিনি ফোন কেটে দেন। দুলাল আলমকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আব্দুর রহমান বলেন, সেই দিনের ঘটনায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আমার আর কিছু জানা নেই।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম