Logo
Logo
×

খবর

যুগান্তরের ২ যুগপূর্তি

মিরপুরে এমপির নেতৃত্বে সমাবেশ

Icon

মিরপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে রাজধানীর মিরপুরে ঢাকা ১৬ আসনের সংসদ-সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর নেতৃত্বে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুগান্তরের মিরপুর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় অমর একুশে ভাষার মাস উদযাপন উপলক্ষ্যে ‘সর্বস্তরে চালু হোক শুদ্ধ বাংলা’ স্লোগানে বর্ণমালার মিছিল মিরপুর ১০ নম্বর প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ-সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেন, দেশের বহুল প্রচলিত যুগান্তর একটি সাহসী পত্রিকা। গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুর্নীতি অনিয়মের তথ্য তুলে ধরে যুগান্তর। জনগণের অধিকারের কথা বলে, সমাজের অন্যায়-অবিচার নিষ্পেষিত মানুষের পাশে থাকে। দেশের সব গণমাধ্যমের মধ্যে যুগান্তর সবার চাইতে সেরা পত্রিকা। দেশের আপামর জনগণের স্পন্দন হয়ে উঠেছে যুগান্তর।

ওই সংসদ-সদস্য বলেন, শুধু সংবাদ প্রকাশেই নয় পাঠক সংগঠন স্বজন সমাবেশের মাধ্যমে যুগান্তর সামাজিক কর্মকাণ্ড করে যা খুবই প্রশংসনীয়। আমিও আজ থেকে যুগান্তরের স্বজন। যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম ছিলেন শিল্পোদ্যোক্তাদের মধ্যে অগ্রজ। তার প্রতিষ্ঠিত যুগান্তর সমাজের অনিয়ম, দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেয়নি এবং যে কোনো পরিস্থিতিতে পত্রিকাটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তাদের অবস্থান ধরে রাখবে এটাই আমার বিশ্বাস।

যুগান্তর স্বজন সমাবেশ মিরপুরের আহ্বায়ক এসএম গোলাম মর্তুজার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও নজরুল ইসলামের দ্বৈত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক সাইফ আহমাদ, ডিএনসিসি’র ৪ নম্বর ওয়ার্ড কাউন্সির ও সাবেক প্যানেল মেয়র জামাল মোস্তফা। এছাড়াও কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি লায়েকুজ্জামন, রূপনগর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী রজ্জব হোসেন, পল্লবী থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনজুর রহমান মনু মোল্লাহ, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আফাজ উদ্দিন সরদার, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হালিম মজুমদার, মিরপুর আইডিয়াল স্কুলের শিক্ষক হিরন, মাহফুজ, সুমন, পল্লবী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পদক মিজানুর রহমান মিন্টু, পল্লবী থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইব্রাহিম রোমান, বৃহত্তর মিরপুর স্বজন সমাবেশের যুগ্ম আহ্বায়ক মো. তানভীর হোসেন, মুহাম্মদ শফিউল্লাহ মিরাজ, মো. মোস্তাফিজুর রহমান, মো. মাকসুদুর রহমান সোহেল, মুহাম্মদ ওয়াহাব আহমেদ হাসান মোল্লা, প্রভাষক রুহুল আমিন পাখি, শেখ সাদ কায়সার সুমন, শামীমা আক্তার, শাহ মান্না বেনারশি, স্থানীয় সাংবাদিক ও মিরপুর আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম