প্রধানমন্ত্রী আমতলীতে প্রোগ্রাম করলে মেয়রের অনুমতি লাগবে
আওয়ামী লীগ নেতার বক্তব্য ভাইরাল, নিন্দার ঝড়
যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)
প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘একটা জিনিস মনে রাখবেন সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা যদি আমতলীতে আসেন, একটা প্রোগ্রাম করেন, তাহলে আমতলীর যিনি মেয়র, ওই মেয়রের কাছ থেকে তিনি পারমিশন নেন ওই তারিখের। এটা আপনারা জানেন কিনা জানি না? ওই তারিখে প্রধানমন্ত্রীর সভা হবে তার (মেয়র) কাছ থেকে অনুমতি নিতে হয়। তার পরে প্রোগ্রাম সিলেক্ট হয়।’ আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম সোহেল মোল্লার এমন বক্তব্যের ৫০ সেকেন্ডের একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে নিন্দার ঝড় উঠেছে।
আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনর্নির্বাচনে আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নৌকা প্রতীকের সভায় মঙ্গলবার তিনি এ বক্তব্য দেন।
অনেকের অভিযোগ পৌর মেয়র পদ এতই বড় যে, প্রধানমন্ত্রীর প্রোগ্রাম করতে হলে মেয়রের অনুমতি নিতে হয়। এ বক্তব্য দেওয়ায় সোহেল মোল্লার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন হাওলাদার সভায় উপস্থিত থাকার কথা স্বীকার করে বলেন, পুরো ভিডিও শুনলে হয়তোবা বুঝা যেত তিনি কি বলতে চেয়েছেন?
এ বিষয়ে আব্দুস সালাম সোহেল মোল্লার মুঠোফোনে বার বার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি। আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান বলেন, ভিডিও আমি শুনেছি। এত বড় ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য কেন তিনি দিয়েছেন তা আমার জানা নেই? আমি বিষয়টি বরগুনা জেলা আওয়ামী লীগের নেতাদের জানাব। তাদের মতামতের ওপর ভিত্তি করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
