|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে ভূমি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। খলিলুর রহমানকে সচিব পদে পদোন্নতির পর নিয়োগ দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ২৩ মার্চ ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়। মোস্তাফিজুর রহমানকে বদলির আদেশ ৩১ মার্চ থেকে কার্যকর হবে বলে উল্লেখ ছিল। মোস্তাফিজুর রহমান জননিরাপত্তা বিভাগে যোগ দিলে তার স্থলাভিষিক্ত হবেন খলিলুর রহমান।
পৃথক আদেশে ঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। রংপুরের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামকে ঢাকায় কমিশনার হিসাবে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমানকে রংপুরের বিভাগীয় কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতা ও অনুরূপ শর্তে আগামী ১৩ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পৃথক আদেশে রাজধানী উন্নয়ন কর্তপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিয়াকে ওএসডি করা হয়েছে। অবসরে যাওয়ার সুবিধার্থে ওএসডি করা হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে। পৃথক আদেশে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ইফতেখার আহমেদকে ওএসডি করা হয়েছে।
