|
ফলো করুন |
|
|---|---|
শনিবার কুষ্টিয়ায় উদ্বোধন হয়ে গেল আড়ংয়ের ২৭তম আউটলেট। ৯,৫০০ বর্গফুটের দুই তলাবিশিষ্ট এই আউটলেটে নারী-পুরুষ ও শিশুদের পোশাক, বাড়ির সাজসজ্জা, গয়নাসহ আড়ংয়ের সাব ব্র্যান্ড তাগা, তাগা ম্যান এবং আড়ং আর্থের পণ্যগুলো পাওয়া যাবে। আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম আউটলেটটির উদ্বোধন করেন। এ সময় আড়ং ও ব্র্যাকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রাহকরা কুষ্টিয়ায় আড়ংয়ের নতুন আউটলেটে সীমিত সময়ের জন্য ৫০০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর সদস্য হতে পারবেন এবং সারা বছরব্যাপী বিশেষ সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। তাছাড়া ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর অন্তর্ভুক্ত সদস্যরা আড়ং কুষ্টিয়া আউটলেটে প্রতিটি কেনাকাটায় দ্বিগুণ পয়েন্ট অর্জন করতে পারবেন ৭ এপ্রিল পর্যন্ত। আউটলেটের ঠিকানা : জাকেরা সৃজন টাওয়ার, চাঁদ মোহাম্মদ সড়ক, থানা পাড়া, কুষ্টিয়া সদর। সংবাদ বিজ্ঞপ্তি।
