Logo
Logo
×

খবর

ছাতকে মাথার চুল কেটে জুতার মালা পরিয়ে ধর্ষককে শাস্তি

Icon

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জের ছাতকে এক কিশোরীকে মুখ ও হাত-পা বেঁধে ধর্ষণের ঘটনায় সালিশে গ্রামের বিচারকরা ধর্ষক ফয়জুল হককে (৪০) মাথার চুল কেটে ও জুতার মালা পরিয়ে শাস্তি দিয়েছেন। খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে ভুক্তভোগী কিশোরীকে তার বাড়ি থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। উপজেলার জাউয়াবাজার এলাকায় বুধবার দুপুরে এ ধর্ষণের ঘটনা ঘটে।

জানা যায়, গ্রামের এক দিনমজুরের মেয়ে ওই কিশোরী তার বড়িতে একা ছিল। এ সুযোগে ফয়জুল ঘরে ঢুকে কিশোরীকে কাপড় দিয়ে মুখ, হাত-পা বেঁধে ধর্ষণ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে গ্রামের ফুল মিয়ার বাড়িতে সালিশ বৈঠক হয়। শান্তিগঞ্জের আলিম মাদ্রাসার শিক্ষক ওয়ারিছ উদ্দিনের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন গ্রামের মাসুক মিয়া, জয়নাল উদ্দিন, কদর মিয়া, আব্দুস সালাম, ফরিদ উদ্দিন, মাওলানা আমির আলী, আশিক মিয়া মতিউর রহমান প্রমুখ। বৈঠকে ওই শাস্তি দেওয়া হয় ফয়জুলকে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান।

এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কিশোরীকে ধর্ষণের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুল জাকির যুগান্তরকে জানান, মামলার প্রস্তুতি ও অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম