সংবাদ সম্মেলনে ৫ দফা
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানান জোটের নেতারা।
লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জসিম উদ্দিন আহমদ বলেন, এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ হলে এ দেশের সব শ্রেণিপেশার মানুষের সন্তানরা শহর ও গ্রামে একই মানের সরকারি স্কুলে কম বেতনে পড়ালেখা করতে পারবে। অভিভাবকদের শিক্ষা ব্যয় কমবে।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বর্তমানে সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন, বার্ষিক ৫ শতাংশ প্রবৃদ্ধি ও বার্ষিক ২০ শতাংশ বৈশাখি ভাতা পান। তবে তারা বাড়ি ভাড়া পান মাসিক এক হাজার টাকা, চিকিৎসা ভাতা মাসিক ৫০০ টাকা, উৎসব ভাতা পান ২৫ শতাংশ, যা অমানবিক। উৎসব ভাতা ও বাড়ি ভাড়া স্কেলভিত্তিক প্রদানসহ চিকিৎসা ভাতা এক হাজার ৫০০ টাকায় উন্নীত করলেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের কাজ অনেকদূর এগিয়ে যায়।
মহাজোটের পক্ষ থেকে ৫ দফা হচ্ছে, ৩০ নভেম্বরের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা জাতীয় বেতন স্কেলের আওতার শতভাগে উন্নীত করা। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সব নিয়োগ সরকারের হাতে নিয়ে বদলি ও প্রমোশন অনতিবিলম্বে চালু। বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১ জানুয়াারি ২০২৪ থেকে ইএফটির মাধ্যমে বেতন ভাতা প্রদান।
মাধ্যমিক ডিজি পৃথক করাসহ এমপিওভুক্ত শিক্ষকদের শিক্ষা প্রশাসনে আনুপাতিক হারে প্রেষণে নিয়োগের ব্যবস্থা। তাছাড়া এমপিওভুক্ত শিক্ষার উচ্চতর গ্রেডে কর্মরতদের তদারকির জন্য কোনো নিম্নতর গ্রেডের সরকারি কর্মকর্তাকে নিয়োগ/দায়িত্ব না দেওয়া। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ মো. মাইন উদ্দীন।
