Logo
Logo
×

খবর

ফের সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৪-২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ‘সমঝোতায়’ শেষ হয়েছে। এতে ফের সভাপতি নির্বাচিত হয়েছেন তাহমিন আহমদ। নির্বাচনি তফশিল অনুযায়ী ২০ জানুয়ারি নির্বাচনের ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল। কিন্তু পরিচালনা পরিষদের পদসংখ্যা এবং পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান হওয়ার ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

চেম্বারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ডিসেম্বর পর্যন্ত অর্ডিনারি শ্রেণিতে ১৩টি, অ্যাসোসিয়েট শ্রেণিতে ৭টি, ট্রেড গ্রুপ শ্রেণিতে ৩টি এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে ২টি মনোনয়নপত্রসহ ২৫টি মনোনয়নপত্র জমা পড়ে। কিন্তু পরবর্তী সময়ে অর্ডিনারি শ্রেণি থেকে একজন এবং অ্যাসোসিয়েট শ্রেণি থেকে একজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় পরিচালনা পরিষদের পদসংখ্যা এবং প্রার্থীর সংখ্যা সমান হয়ে যায়, তাই নির্বাচন বোর্ড বাকি প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচনি তফশিল অনুযায়ী সোমবার বিকাল ৪টায় চেম্বার কার্যালয়ে নির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের সদস্য অ্যাডভোকেট মিছবাউর রহমান আলম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম