Logo
Logo
×

খবর

সরকার পতনে আবারও জনতার মিছিল হবে: মাহমুদুর রহমান মান্না

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সরকার পতনে আবারও ঢাকার রাস্তায় জনতার মিছিল হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এই সংসদ কাজ করতে পারবে না। হতাশা ওদের মধ্যে, আমাদের নয়। মানুষ বলছে, আপনারা বলেছেন আমরা ভোট দিতে যাইনি। নিরীহ জনগণ আমাদের সর্বাত্মক সমর্থন জানিয়েছে। আমরা এখন মানুষকে বলছি, সাহস করে রাজপথে মিছিলে আসেন। একদিন দেখবেন এই ঢাকা নগর মিছিলে মিছিলে সয়লাব হয়ে যাবে। তখন আওয়ামী লীগের লোকদের খুঁজে পাবেন না।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ মানববন্ধন হয়।

মান্না বলেন, ৭ জানুয়ারি তারা (আওয়ামী লীগ) কোনো ভোট করতে পারেনি। ৭ জানুয়ারির পর সরকার পক্ষের অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরং আরও খারাপ হয়েছে। আমাদের অবস্থা ভালো হয়েছে। কারণ আমরা জেনেছি, ৯৫ ভাগ মানুষ আমাদের পক্ষে আছে। তারা লড়াই করবে, লড়াই করছে। আগামী দিনে সেই লড়াই সংঘটিত করে সামনের দিকে যাব। আমরা জয়যুক্ত হব।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) চিঠি লিখেছেন। এতে অত গুলগুলা ভাব হওয়ার দরকার নাই। বাইডেন বলেছেন, তোমাকে এশিয়া প্যাসিফিকের সঙ্গে যুক্ত করে আমরা সম্পর্ক রাখতে চাই। তার মানে আমার কথামতো চলতে হবে এবং আমার টাকা (যেসব প্রকল্পে বিনিয়োগ আছে) দিয়ে দিতে হবে। পিটার হাস বলছেন, ভোট কিন্তু ভালো হয়নি।

আর এই যে এত বেশি গল্প করেন, চামচামি করেন, দালালি করেন, ভারত-রাশিয়া-চীন আমাদের পক্ষে আছে। কী রকম পক্ষে আছে বলেন তো। ভারত আর চীনের মধ্যে প্রতিযোগিতা। তিস্তা যে কখন কাকে দিয়ে দেয় এই ভয়ে চীনের দিকে তাকিয়ে থাকে ভারত। ভারতের দিকে তাকিয়ে থাকে চীন। আর শেখ হাসিনার সরকার নিজেরাও খুব চালাক-চতুর তো দুদিকে খেলার চেষ্টা করে। আমরা বলছি, খেলতে খেলতে এই খেলা শেষ হয়ে যাবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এই পার্লামেন্ট পুরোপুরি একটা ব্যবসায়ী, লুটেরা, মাফিয়া, ঋণখেলাপিদের ক্লাবে পরিণত হয়েছে। সে কারণেই আওয়ামী লীগ এখন ব্যবসায়ী লীগে পরিণত হয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আমাদের দেশের পরিবেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অনতিবিলম্বে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বিল পাশ করুন, সুষ্ঠু নির্বাচন দিন।

আয়োজক সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, লেবার পার্টির ফারুক রহমান, এনডিপির আবু তাহের, জাগপার রাশেদ প্রধান, বিএনপির অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কাজী রওনকুল ইসলাম টিপু প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম