কুমারখালীতে সড়কে প্রাণ গেল মা-ছেলের
টেকনাফ ও পলাশবাড়ীতে ৩ শিশুর মৃত্যু * আট স্থানে নিহত আরও ৯
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী সালমা খাতুন এবং তার বারো বছর বয়সি ছেলে স্মরণ। কক্সবাজারের টেকনাফ এবং গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ও ট্রাকচাপায় নিহত হয়েছে তিন শিশু। শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে। এছাড়া আট স্থানে প্রাণ গেছে আরও ৯ জনের। এদের মধ্যে চট্টগ্রামের সীতাকুন্ড, কুমিল্লার দাউদকান্দি, চাঁদপুরের ফরিদগঞ্জ, চুয়াডাঙ্গার দামুড়হুদা ও নড়াইলে প্রাণহানি ঘটেছে পাঁচজনের। এদের সবাই গাড়িচালক ও হেলপার। নোয়াখালীতে অজ্ঞাতনামা বৃদ্ধাসহ দুজন, টাঙ্গাইলের মধুপুরে ব্যাংক কর্মকর্তা এবং কালিহাতীতে শ্রমিক রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
কুমারখালী (কুষ্টিয়া) : শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাঁধবাজার ক্যানাল রোডের জোড়া পুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সালমা উপজেলার চাপরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের রহমত আলীর স্ত্রী। সেনাবাহিনীতে কর্মরত রহমত আলী ছুটিতে কুষ্টিয়াতে আসেন এবং শুক্রবার তিনি কুষ্টিয়ার ভাড়া বাসা থেকে স্ত্রী ও ছেলেকে মোটরসাইকেলে তার গ্রামের বাড়ি চাপড়া ইউনিয়নে বেড়াতে যান। সেখান থেকে কুষ্টিয়া ফেরার পথে ওই স্থানে তারা দুর্ঘটনায় পতিত হয়। বর্তমানে রহমত আলীও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।
কক্সবাজার ও টেকনাফ : কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কে প্রাণ হারানো শিশুরা হলো-রোহিঙ্গা ক্যাম্প ২৬-এর ডি-ব্লকের ছালেহ আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল এবং একই ব্লকের মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ রফিক। হ্নীলা ইউনিয়নের লেদা ব্রিজে দুর্ঘটনাটি ঘটে। লেদা বিজিবি ক্যাম্পসংলগ্ন উত্তর দিকের সড়কের ব্রিজে কক্সবাজার থেকে টেকনাফমুখী বাস অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে শিশু দুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় তারা।
গাইবান্ধা : উপজেলার পৌর শহরে ঢাকা-রংপুর মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু মাহমুদ নিহত হয়েছে। মাহমুদ মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ সে মায়ের হাত ছেড়ে দিয়ে দৌড় দিলে দুর্ঘটনাটি ঘটে। মাহমুদ উপজেলার পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের রবিউল ইসলামের ছেলে।
সীতাকুন্ড (চট্টগ্রাম) : উপজেলায় দুই ট্রাক-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে হেলপার মো. ইয়াছিন নিহত হয়েছেন। তিনি ঢাকা জেলার সাভার থানার বাড্ডা বাটপাড়া গ্রামের মো. আবু বক্করের ছেলে। শুক্রবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকার ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা : দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক মো. শামসু নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে মহাসড়কের উপজেলার জিংলাতলীয় দুর্ঘটনা ঘটে।
ফরিদগঞ্জ (চাঁদপুর) : শুক্রবার উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেওয়ালে অটোর ধাক্কায় চালক মো. শাহ আলমের প্রাণ যায়। শাহ আলম ফরিদগঞ্জ পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : উপজেলার কাঁঠালতলায় গাছের ট্রলির ধাক্কায় আহত চালক বিল্লাল হোসেন হাসপাতালে শুক্রবার মারা গেছেন। বিল্লাল উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের খাল পাড়ার মো. বজুলের ছেলে। ২৯ জানুয়ারি দামুড়হুদা-দর্শনা সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নড়াইল : সদরে ট্রাক উলটে হেলপার ইমন আলী নিহত হয়েছেন। ইমন যশোরের মণিরামপুরের হাজরাকাঠি গ্রামের আহাদ আলীর ছেলে। শুক্রবার সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজে দুর্ঘটনাটি ঘটে।
বেগমগঞ্জ (নোয়াখালী) : পৌর এলাকার মাইজদী-সোনাপুর সড়কে বাস চাপায় ওই বৃদ্ধা এবং আট বছর বয়সি শিশু জান্নাতুল ফেরদাউসের প্রাণ যায়। শুক্রবার সন্ধ্যায় মাইজদী- সোনাপুর সড়কের ইসলামিয়া মাদ্রাসার সামনে দুর্ঘটনাটি ঘটে। জান্নাতুল সদর উপজেলার চর করমুল্যাহ এলাকার জাকের হোসেনের মেয়ে।
মধুপুর ও কালিহাতী (টাঙ্গাইল) : সকালে হাঁটতে বের হয়ে অটোর ধাক্কায় আহত হয়ে হাসপাতালে প্রাণ যায় সোনালী ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলামের। বুধবার মধুপুর এলাকার পটল কাইতকাই মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নুরুল পৌর শহরের পটল কাইতকাই গ্রামের মকবুল হোসেনের ছেলে। কালিহাতীতে পিকআপের ধাক্কায় শ্রমিক ইধু মিয়া নিহত হয়েছেন। কালিহাতীর রাজাবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। ইধু টাঙ্গাইল থানার সরুজ উত্তরপাড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।
