Logo
Logo
×

খবর

পদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যান আফজাল করিম

Icon

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম পদ্মা ব্যাংকের চেয়্যারম্যান হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। মো. আফজাল করিম সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হিসাবে যোগদানের আগে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন। বিএইচবিএফসি-এ যোগদানের পূর্বে তিনি সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে বিভিন্ন বিভাগ ও দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০২১-২২ অর্থবছরে তাকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম