সেই আলোচিত তাহেরপুত্র বিপ্লব
আমার চেয়ে খারাপ লোক হয় নাই, হবে না
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘কেউ ভয় পাবেন না। অল্প পানিতে মাছ তিরতিরায়। ধৈর্য ধরেন। আমার চেয়ে বড় খারাপ লোক এ জেলাতে হয় নাই, হবেও না।’ লক্ষ্মীপুর পৌরসভার বহুল আলোচিত সাবেক মেয়র আবু তাহেরের বড় ছেলে এএইচএম আফতাব উদ্দিন বিপ্লব এ বক্তব্য দিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের গণসংযোগকালে নতুন তেওয়ারীগঞ্জ বাজারে আনারস প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাইন ভুলুর পক্ষে তিনি বক্তৃতা করছিলেন। এ সময় প্রার্থী ভুলুও উপস্থিত ছিলেন। ভুলু তার (বিপ্লব) ভগ্নিপতি (খালাতো বোনের স্বামী)। বিপ্লব সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর বড় ভাই। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আক্তার হোসেন বোরহান চৌধুরীন দাবি, বিপ্লব ওই এলাকায় বহিরাগত। তার এমন ‘উসকানিমূলক’ বক্তব্যে ভোটের পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠছে।
তবে বিপ্লবের দাবি, দলীয় নেতা ভুলুর নির্বাচনি গণসংযোগে তিনি ওই এলাকায় যান। তার ওপর প্রতিপক্ষ প্রার্থীর লোকজন হামলা করায় তিনি রাগে কথাগুলো বলেছেন। এতে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো উদ্দেশ্য নেই। তিনি তার ১১ মিনিটের বক্তব্য নিজের ফেসবুক পেজেও শেয়ার করেন।
