প্রস্তুতি সম্পন্ন
চট্টগ্রামে জব্বারের বলী খেলা ২৫ এপ্রিল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে ঐতিহ্যবাহী বলী খেলার ১১৫তম আসর বসছে আগামী বৃহস্পতিবার। নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে শত বছরের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের এই বলী খেলা। বলী খেলার পাশাপাশি তিন দিন ধরে চলবে বৈশাখী মেলা। এবারের আয়োজনে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এনএইচটি হোল্ডিংস লিমিটেড। শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে ‘আব্দুল জব্বার স্মৃতি কুস্তি’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বলীদের জার্সি এবং চ্যাম্পিয়ন ও রানার-আপ ট্রফি উন্মোচন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
নগরীর লালদীঘির পাড়ে চসিক পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, এ বলী খেলা আমাদের শত বছরের ঐতিহ্য। এ ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে। বলী খেলাকে ঘিরে তিন দিনের মেলা হয়। দূর-দূরান্ত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা আসেন। সবার কাছে অনুরোধ, নতুন প্রজন্ম যেন আমাদের এ ঐতিহ্যকে ধরে রাখে সেজন্য আমাদেরই উদ্যোগ নিতে হবে। আগামী প্রজন্ম যেন বলী খেলার ঐতিহ্য ধরে রাখতে পারে, সে জন্য কুস্তি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি স্থানীয় আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী জানান, ২৪, ২৫ ও ২৬ এপ্রিল মেলা চলবে। মেলা হবে মাঠের বাইরে।
