নিখোঁজের একদিন পর সিরাজগঞ্জে ২ শিশুর লাশ উদ্ধার
বেলকুচি-চৌহালী ও শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জের এনায়েতপুরে নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে যমুনা নদীর তীররক্ষা কাজে নির্মিত ব্লকের ভেতর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। শনিবার সকাল থেকে তারা নিখোঁজ ছিল। তারা হলো সিরাজগঞ্জের চৌবাড়ীয়া গ্রামের তাঁত শ্রমিক ইয়ামিন সরকারের ছেলে ইয়াসিন ও শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বক্কার। তারা সম্পর্কে খালাতো ভাই। এনায়েতপুর থানার ওসি (তদন্ত) শাহিনুর আলমসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ইয়াসিন ও আবু বক্কারের নানা চৌবাড়ী গ্রামের মোয়াজ্জেম হোসেন জানান, শনিবার আমার দুই মেয়ে তাদের সন্তানদের নিয়ে জালালপুরে তাদের মামার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে দুই খালাতো ভাই খেলা করছিল। কিছুক্ষণ পর থেকেই তারা নিখোঁজ হয়। এনায়েতপুর থানার ওসি (তদন্ত) শাহিনুর আলম জানান, শিশুদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
