মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ মে ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২০০৪ সালের ২২ মে সংগঠনটি প্রতিষ্ঠালাভ করে এবং ২০১৯ সালে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনের মর্যাদা দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর যুগান্তরকে জানান, দিনটি উপলক্ষ্যে সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে সেখানে র্যালি হবে। এদিন সকাল ১০টায় তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং মৎস্যজীবী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
