Logo
Logo
×

খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ঘোষণা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত করা অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে। এতে জানানো হয়, ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার স্থগিত করা ২০২৪ সালের ২৬ মে’র পরীক্ষা এবং ৫ ও ২৭ জুনের পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের ২৬ মে’র অনুষ্ঠিত হবে ২৭ জুন। আর ২০২৪ সালের ৫ জুনের পরীক্ষা হবে ৬ জুন এবং ২৭ জুনের পরীক্ষা হবে ২৯ জুন।

গত ১৮ এপ্রিল প্রকাশিত পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তির অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) অনুসরণ করার জন্য আহ্বান জানানো হয়। ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সূত্র থেকে পাওয়া তথ্যের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এ বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করে বিজ্ঞপ্তি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম