ছুরি মেরে হত্যা
নান্দাইলে লাশ নিয়ে মিছিল সড়ক অবরোধ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের নান্দাইলে চেয়ারম্যান প্রার্থীর লিফলেট বিতরণ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন মো. মুরাদ হাসান ভূঁইয়া। শনিবার বিকাল সাড়ে ৫টায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে হাজারও জনতা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে লাশ নিয়ে মিছিল করে। মিছিলটি নান্দাইল নরসুন্দা ব্রিজে গেলে লাশ সড়কে রেখে সড়ক অবরোধ করে জনতা। সড়কে মিছিল ও অবরোধের ফলে যানজট তৈরি হয়।
এর আগে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মুরাদ হাসান ভূঁইয়ার জানাজায় বক্তৃতা করেন- সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, সিরাজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান, এমদাদুল হক ভূঁইয়া, নাজিম উদ্দিন লিটন।
নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনি লিফলেট বিতরণ করতে শুক্রবার রাত ৯টার দিকে যান মুরাদ হাসান ভূঁইয়াসহ কয়েক কিশোর। পৌরসভার চন্ডিপাশা বর্মণপাড়ায় লিফলেট বিতরণ করে আসার পথে সরকারি চন্ডিপাশা উচ্চ বিদ্যালয়ের মাঠে দুর্বৃত্তরা পথরোধ করে ছুরিকাঘাত করে করে পালিয়ে যায়। এতে মো. মুরাদ হাসান ভূঁইয়া মাটিতে লুঠিয়ে পড়ে। স্থানীয়রা তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) সুমন মিয়া বলেন- হত্যার ঘটনায় কোনো অভিযোগ পাইনি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
