Logo
Logo
×

খবর

শেরপুরে বন্যার পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শেরপুরে বন্যার পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের চর সাহাব্দিরচর কাটাখালী এলাকার রাস্তার পাশের বন্যার পানি জমে থাকা ডোবায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচর দক্ষিণ বায়ানপাড়ার শ্রমিক মো. আমজাদ মিয়ার ছেলে শোভন ও ক্ষুদ্র ব্যবসায়ী মহির উদ্দিনের ছেলে সুজন। তারা দুজনেই কামারেরচর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বলে কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জানিয়েছেন।

শেরপুর সদর থানার এসআই তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ফুটবল খেলা শেষে ৫ বন্ধু ৭নং চরসাহাব্দির চরকাটাখালী গ্রামের রাস্তার পাশে ডোবায় বন্যার পানিতে ফুটবল নিয়ে নেমে গোসল করার সময় শোভন ও সুজন পানিতে ডুবে নিখোঁজ হয়।

পরে এলাকার লোকজন অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৬টার দিকে ওই দুজনের লাশ উদ্ধার করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম