চৌদ্দগ্রামের আয়েশা সিদ্দিকা মাদ্রাসা ৭ বছর পর চালু
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধ হওয়া হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার কার্যক্রম ৭ বছর পর চালু হয়েছে। জঙ্গি কার্যক্রম পরিচালিত হয়-এমন অভিযোগে মাদ্রাসাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। শুক্রবার সকালে উপজেলার বাতিশা এলাকায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে মাদ্রাসাটির কার্যক্রম শুরু করা হয়। এতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দীর্ঘ সময় পর ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম শুরুর খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকসহ এলাকার সচেতন মহল।
কুমিল্লা সরকারি মহিলা কলেজের প্রভাষক শাহ আলম ভূঁইয়ার সঞ্চালনায় এবং মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শাহাবুদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মজিবুর রহমান ভুঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে শাহাবুদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ সময় পর দেশ রাহুমুক্ত হয়েছে। আমরা শিক্ষাব্যবস্থাকে আবারও ঢেলে সাজাব।
