Logo
Logo
×

খবর

সিলেটে পুলিশ কর্মকর্তার বাসায় মুরগি পাহারা দিতেন কনস্টেবলরা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিলেটের মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কোনো নির্দেশনা না দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা পালিয়ে যাওয়ায় পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। উত্তেজিত জনতার রোষানলের মুখে ফেলে যাওয়ায় বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা এখন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের কথা প্রকাশ করছেন। সিলেটের এডিশনাল ডিআইজি ও রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ), লালাবাজারের কমান্ড্যান্ট হুমায়ুন কবিরের ওপর ক্ষুব্ধ তার অধীনস্থ’ পুলিশ সদস্যরা।

সিলেট বিভাগীয় রেঞ্জ অফিসের ডিআইজি ও বিভাগীয় কমিশনারের গার্ড কমান্ডার নায়েক রাজ কমল অভিযোগ করেন, পুলিশ সদস্যদের নানাভাবে নির্যাতন করেন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিলেট জেলার কমান্ডিং অফিসার (সিও) হুমায়ুন কবিরের বাসভবনে ৩০টি মুরগি ছিল। বাইরের কুকুর এসে তার মুরগিগুলো খেয়ে ফেলে। তাই তার মুরগি পাহারা দিতে প্রতিদিন দুই থেকে তিনজন পুলিশ সদস্যকে নাইট ডিউটি করতে হতো। ডিউটি শেষে পুলিশ লাইন্সে ফিরতে গাড়ি না থাকায় পুলিশ সদস্যরা সিলেট নগরীর শেখঘাট থেকে হেঁটে প্রায় সাত কিলোমিটার দূরের লালাবাজার আসতেন। এটা আমাদের লালাবাজার পুলিশ লাইন্সের সব ফোর্সের অভিযোগ।

এ ব্যাপারে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হুমায়ুনের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম