সাংবাদিকের ওপর হামলা
কোম্পানীগঞ্জে কাদের মির্জার ৫ ক্যাডারের বিরুদ্ধে মামলা
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ প্রকাশ করায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার পাঁচ ক্যাডারের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে আহত সাংবাদিক দৈনিক আমার সংবাদ পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি এমএস আরমান এ মামলা করেন।
আসামিরা হচ্ছেন-বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ হামিদ, সানিম প্রকাশ শিশুলীগ, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জিসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল আউয়াল মানিক, পৌরসভার ২নং ওয়ার্ডের মাইনুদ্দিনের ছেলে শাহাদাত হোসেন সাহেদ। এছাড়া অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২ আগস্ট রাত সাড়ে ৯টায় বাড়ি ফেরার পথে পথরোধ করে হামিদ ও তার দলবল আরমানের ওপর হামলা চালায়। এ সময় আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
