Logo
Logo
×

খবর

খুলনার সাবেক দুই এমপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খুলনা-৩ আসনের সাবেক দুই সংসদ সদস্য মন্নুজান সুফিয়ান এবং এসএম কামালের বিরুদ্ধে প্রভাব বিস্তার করে জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার শনিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

নগরীর খানজাহান আলী থানার এলাকার বাসিন্দা হারুন অর রশিদের পরিবার সংবাদ সম্মেলন করেন। তারা অভিযোগ করেছেন, সাবেক দুই সংসদ সদস্য এবং খানজাহান আলী থানা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুর রহমান লিংকনের নেতৃত্বে মিরেরডাঙ্গা সাবেক নসু খানের ভাটাসহ অন্যান্য জমি জোরপূর্বক উচ্ছেদ করে জমি দখল করা হয়েছে। তিনি বলেন, লিংকনের পাশাপাশি তরিকুলও দখলে নেতৃত্বে দেয়। এছাড়া আওয়ামী সরকার পতনের পর জমিতে থাকা মাহাবুব ব্রাদার্সের লোকজন মুঠোফোনে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করছে। ওই দখলের পেছনে তৎকালীন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজও জড়িত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম