Logo
Logo
×

খবর

বন্দরে দেওয়ানবাগ শরিফে ভাঙচুর লুটপাট আগুন

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডসংলগ্ন বাবে জান্নাত দেওয়ানবাগ শরিফে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতকারীরা। শুক্রবার ফজর নামাজ পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার এমএ মোহাইমিন আল জিহান, বন্দর থানার ওসি গোলাম মোস্তফা।

স্থানীয়দের বরাতে ওসি গোলাম মোস্তফা জানান, ইসলামবিরোধী কার্যকলাপ পরিচালনার অভিযোগ এনে একদল মুসল্লি দেওয়ানবাগ শরিফে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় দুটি গরু ও দুটি মহিষ লুট করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম