Logo
Logo
×

খবর

সাজেক ভ্রমণে তুলে নেওয়া হলো নিষেধাজ্ঞা

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেড় মাস পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের অন্যতম পর্যটন এলাকা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি। এর আগে পাহাড়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ২০ সেপ্টেম্বর সাজেক ঘুরতে গিয়ে পর্যটকরা আটকা পড়লে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এদিন থেকে পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে প্রশাসন। এর মধ্যে পরিস্থিত স্বাভাবিক হয়ে আসায় সাজেক ভ্রমণের ওপর এ বিধিনিষেধ তুলে নেওয়া হলো। এতে মঙ্গলবার থেকে আগের মতো সাজেক ঘুরতে যেতে পারবেন যে কেউ।

রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান বলেন, রাঙামাটিতে পর্যটক ভ্রমণে যে বিধিনিষেধ ছিল, তা ১ নভেম্বর থেকে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু সাজেক রাঙামাটি জেলায় হলেও অবস্থানগত কারণে খাগড়াছড়ি জেলার সঙ্গে ৫ নভেম্বর থেকে এ বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। তাই ৫ নভেম্বর থেকে পর্যটকরা সাজেকে ভ্রমণ করতে পারবেন। তাছাড়া বর্তমানে সাজেকে নিরাপত্তা নিয়ে শঙ্কার তেমন কিছু নেই।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ বলেন, দেড় মাসে আমাদের প্রায় ৮ থেকে ৯ কোটি টাকার লোকসান হয়েছে। খরচ কমাতে অনেক কর্মচারীকে ছুটিতে পাঠাতে হয়েছে। অবশেষে বিধিনিষেধ তুলে নেওয়ায় আমরা কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম