Logo
Logo
×

খবর

গাজীপুর সাফারি পার্কের দুটি ম্যাকাও পাখি চুরি, উদ্ধার ১

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের পাখিশালার নেট (জাল) কেটে দুটি গ্রিন উইং ম্যাকাও পাখি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্কের পক্ষ থেকে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রোববার বিষয়টি নিশ্চিত করেন।

রফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতের কোনো এক সময় পাখি চুরি হয়। টঙ্গীর পাখি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি পাখি উদ্ধার করা হয়েছে। সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বাদী হয়ে শ্রীপুর থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার কর্মচারীরা নেট কাটা দেখতে পান। তারা গণনা করে ২টি ম্যাকাও পাখি কম দেখতে পান। চুরি হওয়া পাখি দুটির আনুমানিক বাজারমূল্য আট লাখ টাকা। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, চুরির ঘটনায় এক ব্যক্তিকে শনাক্ত করেছি। তদন্তের স্বার্থে চুরি ও পাখি বেচাকেনায় জড়িতদের নাম-পরিচয় প্রকাশ করতে পারছি না। উদ্ধার হওয়া পাখিটি মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। বন্যপ্রাণী পরিদর্শক রাজু বলেন, পাখিটির মুখে স্কচটেপ পেঁচিয়ে ধস্তাধস্তি করায় পাখিটি অসুস্থ হয়ে পড়েছে। পাখিটির চিকিৎসা চলছে।

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শারমিন আক্তার বলেন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সহায়তায় অভিযান চালিয়ে একটি পাখি উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সাক্ষীদের জবানবন্দির পরিপ্রেক্ষিতে আমরা চোরকে শনাক্ত করতে পেরেছি। তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের ধারণা অপর পাখিটি বেঁচে নেই। তিনি আরও বলেন, আমরা তদন্ত কমিটি গঠন করব। এ ঘটনায় কারও অবহেলা বা গাফিলতি আছে কি না খতিয়ে দেখা হবে। সাফারি পার্কে এখনো ২৭টি ম্যাকাও পাখি আছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম