Logo
Logo
×

খবর

বরিশালের গ্লোবাল ইউনিভার্সিটি

শিক্ষকদের দলাদলিতে উপাচার্যের পদত্যাগ

Icon

এস এন পলাশ, বরিশাল

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শিক্ষকদের দলাদলিতে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় বেসরকারি গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান পদত্যাগ করেছেন। তিনি রোববার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কে এম এনায়েত হোসেন।

তিনি বলেন, সরকার পরিবর্তনের পর তার (উপাচার্য) ওপর কোনো ধরনের চাপ ছিল কি না, তা তার জানা নেই, পদত্যাগপত্রে তিনি কোনো কারণ উল্লেখ করেননি।

তবে একাধিক শিক্ষক ও শিক্ষার্থী বলেন, প্রতিষ্ঠানে আওয়ামী লীগ আমলে সিজিপিএ কম থাকার পরেও নিয়োগ পান এলএলবি শিক্ষক নাহিয়ান রসিদ। সেই বিষয়টি নিয়ে বিক্ষোভ করেন ৯ শিক্ষার্থী। এ কারণে তাদের বহিষ্কার করা হয়। ওই বিষয়টি নিয়ে শিক্ষকদের দলাদলিতে উপাচার্য পদত্যাগ করেন। গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের বর্তমান রেজিস্ট্রার একেএম এনায়েত হোসেনের নির্দেশনায় প্রতিষ্ঠানের শিক্ষক সৈয়দ ইমরান, জিয়াউল আলম, মঞ্জুরুল হাসান নাফি, মাসরাফি ও নাহিয়ান রসিদ বহিষ্কার হওয়া ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। শিক্ষার্থীদের বহিষ্কারে উপাচার্য আনিসুজ্জামান সম্মতি না দেওয়ায় তার বিরুদ্ধে কিছু শিক্ষার্থীকে ব্যবহার করেন ওই শিক্ষকরা। অনেকটা বাধ্য হয়ে নীরবে পদত্যাগ করেন উপাচার্য আনিসুজ্জামান। তিনি বলেন, সারাজীবন নীতি নৈতিকতার সঙ্গে শিক্ষকতা করেছি। আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। তাই নিজের সম্মান বাঁচাতে স্বেচ্ছায় চলে এসেছি। এর বেশি কিছু বলতে চাই না।

বহিষ্কার হওয়া শিক্ষার্থী হাসানুল বলেন, রেজিস্ট্রার এনায়েত হোসেনের ভাতিজা নাহিয়ান রসিদের সিজিপিএ কম থাকার পরেও নিয়োগ পায় গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে। সে বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে উলটো আমাদের ৯ শিক্ষার্থীকে বহিষ্কার করে। বহিষ্কারের বিষয়ে উপাচার্য আনিসুজ্জামান সম্মতি না দেওয়ায় তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের আস্থাভাজন রেজিস্ট্রার এ কে এম এনায়েত হোসেন। আওয়ামী লীগের পতন হলেও এনায়েত হোসেনের মত কিছু দোষর এখনো আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। নাম প্রকাশ না করার শর্তে গ্লোবাল ইউনিভার্সিটির এক শিক্ষক বলেন, উপাচার্যের ইচ্ছামাফিক অবৈধ বাণিজ্য করতে না পারায় ষড়যন্ত্র করে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। ২০১৫ সালে বহুতল ভবন ভাড়া নিয়ে গ্লোবাল ইউনিভার্সিটি বরিশাল নগরীতে প্রতিষ্ঠা করা হয়। এটি বরিশাল শহরে অবস্থিত প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর কবির নানক। তার সহধর্মিণী আরজুমান বানু নার্গিস বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ছয়টি বিভাগে ৬৫০ জন শিক্ষার্থী রয়েছেন। শিক্ষক আছেন ৩২ জন।

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে ৮ ফেব্রুয়ারি বাবুগঞ্জের রামপট্টিতে ২ দশমিক ৪ একর জমি ওপর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম