Logo
Logo
×

খবর

চাঁদপুর জেলা কারাগার

একটি নারী কক্ষকে ভিআইপি মানের করা হচ্ছে

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চাঁদপুর জেলা কারাগারে প্রথম শ্রেণির (ভিআইপি) কারাবন্দিদের জন্য কোনো সুব্যবস্থা নেই। কারাগারটিতে নারী বন্দিদের জন্য চারটি কক্ষ রয়েছে। এরমধ্যে একটি কক্ষকে আধুনিকায়ন অর্থাৎ এতে টাইলস, কমোড, খাট, চেয়ার, টেবিল, পত্রিকা, বিধি মোতাবেক বই সরবরাহসহ উন্নত খাবারের ব্যবস্থা করে ভিআইপি মানের করা হচ্ছে।

বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী এখানকার সাবেক সংসদ-সদস্য ডা. দীপু মনির বিরুদ্ধে চাঁদপুরের আদালতে তিনটি মামলা চলমান রয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে এখানে এসব মামলা হয়। চাঁদপুর আদালতে এসব মামলায় দীপু মনিকে হাজিরা দিতে হবে। সেজন্য প্রথম শ্রেণির নারী কারাবন্দির জন্য চাঁদপুর কারাগারে আলাদা কক্ষ তৈরি করা হচ্ছে বলে জেলা কারাগার সূত্রে জানা গেছে। বর্তমানে জেলা কারাগারটিতে নারী বন্দিদের জন্য পূর্বদিকে যে তিনটি আলাদা কক্ষ রয়েছে সেখানেই এ ভিআইপি মানের উন্নত কক্ষ প্রস্তুত করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম