বনানীতে ভ্যানে কারের ধাক্কা ট্রাক পিষে দিল শ্রমিককে
গাইবান্ধায় ট্রাকচাপায় দুই বন্ধু নিহত * বরিশালে খাওয়ার সময় ট্রাকচাপায় পরপারে শ্রমিক দলের কর্মী * সড়কে আট স্থানে শিক্ষার্থীসহ ঝরল আরও ১০ প্রাণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর বনানীতে ভ্যানে প্রাইভেট কারের ধাক্কায় সড়কে ছিটকে পড়া পোশাক শ্রমিক হানিফ মিয়া ট্রাকচাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে মাছরাঙা টেলিভিশনের অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। এছাড়া দুর্ঘটনায় আট স্থানে আরও ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বরিশালে শ্রমিক দলের কর্মী, ফরিদপুরে তরুণ, মুন্সীগঞ্জে পিকআপচালক, ময়মনসিংহে যুবক, পিরোজপুরে দুই নারী, পটুয়াখালীতে মোটরসাইকেলচালকসহ দুজন, চাঁদপুরে শিক্ষার্থী এবং কুমিল্লায় মোটরসাইকেল আরোহী রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা : নিহত হানিফ কুষ্টিয়া সদরের পূর্ব মজমপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি মিরপুরে-১২ এলাকার কালশী রোডে স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকতেন। দুর্ঘটনার সময় ভ্যানের পেছনে বসে ছিলেন হানিফ মিয়া। হঠাৎই বেপরোয়া গতির প্রাইভেট কার ভ্যানটিতে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
গাইবান্ধা ও সাঘাটা : পলাশবাড়ীতে ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল আরোহী উপজেলার শ্যামপুর আমতলা গ্রামের সাদা মিয়ার ছেলে শ্রাবণ এবং একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের আরিফ মিয়ার ছেলে কৌশিক। গাইবান্ধা শহর থেকে চার বন্ধু মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর দুই বন্ধুও। বৃহস্পতিবার রাতে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঢোল ভাঙা ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল : বাসচাপায় শ্রমিক দলের কর্মী মানিক গাজী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব ধামসর সোনার বাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মানিক উজিরপুরের পশ্চিম ওটরা গ্রামের বাসিন্দা ছিলেন। মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত শ্রমিক দলের কর্মসূচি শেষে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে বসে খিচুড়ি খাওয়ার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এ ঘটনায় উত্তেজিত শ্রমিকরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
ফরিদপুর : ফরিদপুরের সালথায় মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে তরুণ মোহাম্মদ জিসানের মৃত্যু হয়েছে। শুক্রবার ফরিদপুর ফিডার সড়কে এ দুর্ঘটনা ঘটে। জিসান সালথা উপজেলার মোড়ের হাট গ্রামের হেলাল খানের ছেলে।
গজারিয়া (মুন্সীগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় পিকআপচালক সজল মিয়া নিহত হয়েছেন। সজল পটুয়াখালীর বাউফল উপজেলার বরিবাসা গ্রামের নজরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার রাতে মহাসড়কের ঢাকামুখী লেনে গাড়ির সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়।
ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দশম শ্রেণির শিক্ষার্থী সুমন হাসপাতালে মারা গেছে। সুমন উপজেলা পাড়াগাঁও গ্রামের শাহ জালালের ছেলে এবং শিরিরচালা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল। মঙ্গলবার সিডস্টোর-বাটাজোর সড়কের কাচিনা এলাকার ডগম্যান বাংলাদেশ ফ্যাক্টরির সামনে সে দুর্ঘটনার কবলে পড়ে।
মঠবাড়িয়া (পিরোজপুর) : মঠবাড়িয়ায় পিকআপচাপায় অটোযাত্রী মাকুসদা বেগম ও রহিমা বেগম নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া-সাপলজা সড়কের বিশ্বাস বাড়ি সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কলাপাড়া (পটুয়াখালী) : মোটরসাইকেল-মাহেন্দ্র সংঘর্ষে চালক রুহুল আমিন নিহত হয়েছেন। শুক্রবার সকালে কলাপাড়া-পটুয়াখালী সড়কের পশ্চিম রজপাড়া বিশকানি স্পটে এ দুর্ঘটনা ঘটে। রুহুলের বাড়ি উপজেলার চম্পাপুর ইউনিয়নের মধ্য পাটুয়া গ্রামে। এদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আইনজীবীর সহকারী আহত এনামুল হক সাগর মৃধা হাসপাতালে শুক্রবার মারা গেছেন। বুধবার রাতে ধানখালী ইউনিয়নে তিনি দুর্ঘটনার শিকার হন।
মতলব (চাঁদপুর) : মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র পারভেজ আহমেদের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মতলব উত্তর উপজেলার তালতলী-ধনাগোধা স্কুলসংলগ্ন বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। পারভেজ ধনাগোদা-তালতলী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার মধ্য রায়েরকান্দি মোল্লা বাড়ির আমির হোসেনের ছেলে।
দাউদকান্দি (কুমিল্লা) : দাউদকান্দিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী রায়হান ওরফে রিহান নিহত হয়েছেন। শুক্রবার পেন্নাই-মতলব সড়কের দৌলতপুর ইউনিয়নের কবিচন্দ্রদি শেখবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রামের বাবু সরকারের ছেলে।
