ববি উপাচার্যের অপসারণ দাবি
আন্দোলনে শিক্ষকদের একাত্মতা
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) ড. শুচিতা শরমিনের অপসারণে শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে শিক্ষকরা একাত্মতা ঘোষণা করায় আন্দোলন নতুন মোড় নিয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলাকালে সেখানে গিয়ে শিক্ষকরা একাত্মতা প্রকাশ করেন। এরপর শিক্ষকরা সংবাদ সম্মেলন করেন। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস ও সড়কে বিক্ষোভ মিছিল বের হয়। শিক্ষার্থীদের একটানা কর্মসূচির ২৪তম দিনে আন্দোলনে একাত্মতা প্রকাশ করলেন শিক্ষকরা। টানা আন্দোলনেও ৪ দফা দাবি আদায় না হওয়ায় গত ৪ দিন ধরে শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণের দাবিতে কর্মসূচি পালন করছে।
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুজয় শুভ বলেন, আমরা বর্তমান উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। তাকে অপসারণ করে শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগে ইউজিসির দৃষ্টি আকর্ষণ করছি। শুক্রবার গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে। আন্দোলন আন্দোলনের মতো চলবে। গুচ্ছ পরীক্ষায় যারা আসবে তাদের সেবা দিতে স্বেচ্ছাসেবকরা কাজ করবে। উপাচার্যের স্বাক্ষর ছাড়া গুচ্ছ পরীক্ষা নেওয়া যায় না-এর কোনো ভিত্তি নেই। প্রশাসনিক ভবন যেহেতু বন্ধ, তাই পরীক্ষার্থীদের সব ধরনের সহায়তায় আমরা কাজ করব।
