সংবাদ সম্মেলন
হজযাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১২ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ-সদস্য ও আওয়ামী লীগ নেতা আয়েন উদ্দিনের ভায়রা গিয়াস উদ্দিন মাস্টারসহ দুজন প্রতারণা করে হজযাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাজশাহী নগরীর পূবালী মার্কেটে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নিউ যমুনা ফেব্রিক্স হজ কাফেলার পরিচালক নূর হোসেন এ অভিযোগ করেন।
নূর হোসেন জানান, ১৬ জনের কাছ থেকে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা করে প্রায় সাড়ে ৪ লাখ টাকা গিয়াস উদ্দিন মাস্টার ও মকবুল হোসেন হাতিয়ে নিয়েছেন। যমুনা হজ কাফেলার নামে তারা টাকা নিলেও রসিদ দিয়েছেন পদ্মা হজ কাফেলার নামে। এখন প্রতারিত এক ব্যক্তি মামলা করেছেন। এ মামলায় তাকে (নূর হোসেন) আসামি করা হয়েছে। অথচ তিনি টাকা নেননি।
নূর হোসেন আরও বলেন, করোনাকালে সৌদি আরবে গিয়ে অর্থ সংকটে পড়লে বিষয়টি মকবুল ও গিয়াসকে জানাই। এরপর তারা আমার নাম ভাঙিয়ে বাগমারার হজযাত্রীদের কাছ থেকে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা করে তোলেন। কিন্তু ওই টাকা আমাকে দেননি। তাদের কাছে টাকা ফেরত চাইলে তারা দলীয় প্রভাব খাটান এবং নানারকম হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখান। এ নিয়ে গত বছরের শেষের দিকে আবদুল কাইয়ুম মামলা করেন। নূর হোসেনের দাবি, প্রতারক মকবুলই মামলাটি করিয়েছেন। এ মামলায় মকবুল নিজে সাক্ষীও হয়েছেন।
গিয়াস উদ্দিন বলেন, আমি হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। মকবুলের মাধ্যমে আমি যমুনা কাফেলা থেকে ওমরাহ করেছি। কিন্তু ওই কাফেলার নামে আমি কারও কাছ থেকে কোনো টাকা নিইনি। আর মকবুল টাকা নিয়েছিল এবং সে টাকা নূরকে দিয়েছেন। নূর এখন অস্বীকার করছেন। আর মকবুল হোসেনকে কল করা হলে তিনি তা ধরেননি।
