বিএনপি নেতার দৃষ্টান্ত স্থাপন
কুমিল্লায় মারামারির মামলায় ছেলেকে পুলিশে দিলেন
সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মারামারির মামলায় নিজের ছেলে মুন্নাকে পুলিশে দিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন সামীম। বুধবার দুপুরে মুন্নাকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। সূত্রে জানা যায়, সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে সামাজিক সহিংসতার ঘটনায় বিএনপি নেতা বিল্লালের ওপর সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনায় অভিযুক্ত নিজের ছেলে মুন্নাকে নিজেই থানা পুলিশে সোপর্দ করলেন বিএনপি নেতা সামীম।
তিনি জানান, সোমবার আমার চাচাতো ভাই ও রাজনৈতিক সহযোদ্ধা বিল্লালের ওপর একটি ন্যক্কারজনক হামলা হয়, যেখানে সে গুরুতর আহত হয়। এ ঘটনায় আমার ছেলেও জড়িত ছিল। দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার ছেলেকে আমি নিজ হাতে পুলিশে তুলে দিয়েছি। আইন অনুযায়ী তার উপযুক্ত শাস্তি দাবি করেন বিএনপি নেতা সামীম।
তিনি আরও বলেন, এ ঘটনায় যারা জড়িত, তাদের অভিভাবকদেরও আইনের প্রতি শ্রদ্ধা রেখে অপরাধীদের থানায় সোপর্দ করার আহ্বান জানাই। যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। পাশাপাশি, কেউ কেউ আমাকে এ ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা করছেন। আমি এই হীন চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিএনপি নেতার এই সাহসী পদক্ষেপ ইতোমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সমাজে এমন সচেতন অভিভাবকের দৃষ্টান্ত স্থাপন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হতে পারে বলে মন্তব্য করেছেন অনেকে।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আসামি মুন্নাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
