Logo
Logo
×

খবর

লরি-পিকআপ সংঘর্ষে দুই শিক্ষকসহ নিহত ৩

দিনাজপুরে ট্রাকচাপায় ঝরল দুই বন্ধুর প্রাণ * চট্টগ্রামে গায়ে হলুদে গিয়ে সড়কে লাশ হলো যুবক * ছয় স্থানে দুর্ঘটনায় আরও ৮ প্রাণহানি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খুলনার ডুমুরিয়া উপজেলায় লরি-পিকআপ ভ্যান সংঘর্ষে দুই শিক্ষকসহ তিনজন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। শনিবার সকালে ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। চট্টগ্রামের হাটহাজারীতে বন্ধুর গায়েহলুদে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে যুবকের। এ ছাড়া ছয় স্থানে দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে রাজশাহীতে দুই কিশোর, ময়মনসিংহে দুই অটোযাত্রী, সিলেটে আরোহী, নড়াইলে শিক্ষার্থী এবং নরসিংদী ও কুমিল্লায় দুই যুবক রয়েছেন।

ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

খুলনা : নিহতরা হলেন-মাহেন্দ্রচালক রফিকুল ইসলাম গাজী এবং কয়রা উপজেলার দুই শিক্ষক হাফেজ মাওলানা মঈনুল ইসলাম ও আব্দুর রশিদ। দুই শিক্ষক কয়রা উপজেলার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তারা খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ পাঁচ দাবিতে আয়োজিত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। মাহেন্দ্রটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে যাচ্ছিল। গোলনা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনায় আহত চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী : মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজে ধাক্কা খেয়ে কিশোর নাহিয়ান হাসান ও পিয়াসুর রহমান পিয়াস নিহত হয়েছে। শনিবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নগরীর চকপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান ও মেহেরচণ্ডি উত্তরপাড়া মহল্লার পিয়ারুল ইসলামের ছেলে পিয়াস। দুজনেই রাজশাহীর খড়খড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ফুলবাড়ী (দিনাজপুর) : ফুলবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহাগ হোসেন ও তোজাম্মেল হক নিহত হয়েছেন। শনিবার ঢাকা-দিনাজপুর মহাসড়কে তারা দুর্ঘটনার কবলে পড়েন। পশ্চিম গৌরীপাড়ার বাসায় যাওয়ার তাদের ট্রাকে ধাক্কা দেয়। সোহাগ ফুলবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে আর তোজাম্মেল বিরামপুর থানার কুর্শাখালি গ্রামের মৃত নাজমুল হকের ছেলে।

হাটহাজারী (চট্টগ্রাম) : যুবক ফয়সাল মুনতাসির উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ হেদায়েত আলী বাড়ির কামাল উদ্দিনের ছেলে। শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌরসভার মিরের হাটের অদূরে বড়ুয়া পাড়া এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনি প্রাণ হারান।

ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় সড়ক দুর্ঘটনায় অটোযাত্রী মোবারক হোসেন ও যাত্রী আব্দুর রশিদের মৃত্যু হয়। শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হাজির বাজার ও ভরাডোবা-ঘাটাইল সড়কে কৈয়াদী পল্টন পাড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। উপজেলার ভান্ডাব গ্রামের কেরামত আলীর ছেলে মোবারক ও ভরাডোবা-ঘাটাইল সড়কে কৈয়াদী গ্রামের পল্টন পাড়ার ফয়েজ উদ্দিনের ছেলে রশিদ।

গোয়াইনঘাট (সিলেট) : মোটরসাইকেল-অটো সংঘর্ষে আরোহী কিশোর সিজান নিহত হয়েছেন। শুক্রবার সারি-গোয়াইনঘাট সড়কের বারহাল কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিজান গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের গুয়াখাই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

নড়াইল : সদর উপজেলার মির্জাপুর গ্রামে ট্রলির চাপায় স্কুলছাত্র আল-ইমরানের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার মির্জাপুর-সিঙ্গাশোলপুর সড়কে বিত্তিরপাড়া মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। ইমরান মির্জাপুর গ্রামের রফিকুল মোল্যার ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

পলাশ (নরসিংদী) : পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রাক চাপায় যুবক সুনীল চন্দ্র সরকারের মৃত্যু হয়েছে। শনিবার ঘোড়াশাল সেতুর সিএনজি স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। সুনীল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দালান বাজার এলাকার মুলগাঁও গ্রামের মৃত তেজেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) : বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী পলাশ চন্দ্র সরকারের মৃত্যু হয়েছে। শনিবার কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি সাহেবের বাজার এলাকায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। পলাশ চন্দ্র উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর গ্রামের নারায়ণ চন্দ্র সরকারের ছেলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম