বরিশালে পরিকল্পনা উপদেষ্টা
সরকারের লক্ষ্য দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে যাওয়া
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য যত দ্রুত সম্ভব দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে যাওয়া। অভ্যুত্থানের পর সবকিছু যেভাবে সাজানো হচ্ছে, সেখানে কিছু ব্যত্যয় থাকলেও মানুষের মধ্যে যে প্রেরণা জেগেছে, সেটি আর থেমে থাকবে না। মানুষ এখন আর অন্যায় সহ্য করে না।
সোমবার দুপুরে বরিশাল সার্কিট হাউজে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত ‘প্রভার্টি ম্যাপ অব বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বরিশালের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার, প্রশাসন ও অর্থ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মইনুল হক আনছারী, জেলা প্রশাসক মোহাম্মদ দেলায়ার হোসেন।
