কমলনগরে গাছে অটোর ধাক্কায় নিহত ২
রাজধানীসহ সাত স্থানে কিশোর ও যুবকসহ ঝরল আরও ৮ প্রাণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের কমলনগরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে অটোরিকশার ধাক্কায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ দুজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার করইতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া সাত স্থানে দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে রাজধানীতে দিনমজুর, গোপালগঞ্জে আরোহী, চাঁদপুরে চালকসহ দুজন, নেত্রকোনায় যুবক, নীলফামারীতে যাত্রী এবং সিলেটে কিশোর ও জামালপুরে হেলপার রয়েছেন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
হাজারীবাগ (ঢাকা) : তেজগাঁওয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুর মোক্তার মিয়ার মৃত্যু হয়েছে। সোমবার কাওরানবাজার মেইন রোড পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। মোক্তার জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত সাগর মিয়ার ছেলে।
লক্ষ্মীপুর ও কমলনগর : নিহতরা হলেন-ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও কমলনগর উপজেলার চরফলকন গ্রামের নুরুল আমিনের ছেলে রফিকুল ইসলাম রফিক ও একই উপজেলার কাদিরপন্ডিতের হাট এলাকার হাজী নোয়াব আলীর ছেলে ও ব্যবসায়ী ওসমান গণি। তারা ঢাকা থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রবি সরকারের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটিতে আগুন দেয় বিক্ষুব্ধরা। মঙ্গলবার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার সাতপাড় বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। রবি গোপালঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াসুর ইউনিয়নের বাকপুরা গ্রামের বাসিন্দা ও গোপালগঞ্জ শহরের গোহাটা এলাকার ফার্নিচার ব্যবসায়ী।
চাঁদপুর : মোটরসাইকেল-অটো সংঘর্ষে চালক ইসমাইল নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার মধ্যরাতে চাঁদপুর শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনা : বারহাট্টায় দুই অটোর সংঘর্ষে যুবক মোফাজ্জল হোসেন নিহত হয়েছেন। তিনি উপজেলা মহাজনপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সোমবার রাতে উপজেলার স্বল্প দশাল এলাকায় নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে দুর্ঘটনায় এই অটোচালক প্রাণ হারান। দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
নীলফামারী : ডোমার উপজেলায় ট্রাকচাপায় অটোযাত্রী প্রমোথ কুমার সেনের প্রাণ গেছে। সোমবার রাতে পাঙ্গা মটকপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। প্রমোথ কুমার ডিমলা উপজেলার বাবুরহাট এলাকার মৃত লক্ষণ মোহন সেনের ছেলে।
বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সহকারী চালক কিশোর রাকিব মিয়ার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বকশীগঞ্জ মহাসড়কের টানাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাকিব উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের জানকিপুর নামাপাড়া গ্রামের সাহা আলীর ছেলে।
সিলেট : ট্রাকচাপায় কিশোর নাঈম আহমদের প্রাণ গেছে। সে শাহপরাণ থানাধীন দাসপাড়া এলাকার বাসিন্দা। সোমবার রাতে পীরেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর : মঙ্গলবার ঢাকা থেকে বরিশালগামী ইকরা পরিবহণের বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে।
