Logo
Logo
×

খবর

নোয়াখালীতে পল্লি চিকিৎসকের ছুরিতে কিশোরের মৃত্যু

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নোয়াখালী সদর উপজেলার অলিপুরে পল্লি চিকিৎসকের ছুরিকাঘাতে আবুল হোসেন রাফি (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনার পর থেকে পল্লি চিকিৎসক পলাতক রয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বিকালে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের চান মিয়ার মোড় এলাকার বেল্লা কোট্রার একটি চা দোকানে তাকে ছুরিকাঘাত করা হয়। রাফি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের মো. আজাদের ছেলে। অভিযুক্ত পল্লি চিকিৎসক মো. শাহীন একই এলাকার সুজাত উল্যার ছেলে। নিহতের বন্ধু সায়েম জানায়, বিকাল ৪টার দিকে অলিপুর গ্রামের অশ্বদিয়া সোলেমান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় আমার হাত লেগে বন্ধু মো. রুমনের ঠোঁট ফেটে রক্তক্ষরণ হয়। পরবর্তীতে খেলার মাঠ থেকে রুমনকে পল্লি চিকিৎসক শাহীনের কাছে নেওয়া হয়। সেখানে শাহীন রুমনকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করলে তার সঙ্গে একদল কিশোরের বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে রাফির সঙ্গে শাহীনের হাতাহাতি হয়। এ সময় শাহীন রাফিকে চা দোকানে থাকা ছুরি দিয়ে গলার নিচে ছুরিকাঘাত করলে তার ধমনি কেটে যায়। এতে রাফি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা রাফিকে উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, রাফির স্বজনরা তার মৃত্যুর বিষয়টি আমাকে জানিয়েছে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক পল্লি চিকিৎসক পলাতক রয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম