Logo
Logo
×

খবর

সড়ক বিভাজকে ধাক্কা

শ্রীনগরে স্বামীর বাইক থেকে পড়ে স্ত্রী নিহত

টাঙ্গাইলে মা-বাবার সামনে ট্রাকচাপায় প্রাণ হারাল শিশু * পাঁচ স্থানে পুলিশ সদস্যসহ আরও ৯ প্রাণহানি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শ্রীনগরে স্বামীর বাইক থেকে পড়ে স্ত্রী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে মোটরবাইকের ধাক্কায় স্ত্রী শাকিলা আক্তার নিহত ও স্বামী শাকিব গাজী গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেড়াতে যাওয়ার পথে মা-বাবার সামনে ট্রাকচাপায় প্রাণ গেছে শিশুসন্তান সাফওয়ানের। এছাড়া দুর্ঘটনায় পাঁচ স্থানে আরও নয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে যশোরে পুলিশ সদস্যসহ দুজন, নেত্রকোনার পূর্বধলায় স্বামী-স্ত্রী, রাজশাহীতে ব্যবসায়ী, নোয়াখালীতে শিশু এবং বগুড়ায় দাদি-নাতিসহ তিনজন রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

শ্রীনগর (মুন্সীগঞ্জ) ও হাজারীবাগ (ঢাকা) : শাকিলা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাক্কুরা গ্রামের বাসার শেখের মেয়ে। বর্তমানে তিনি স্বামীর সঙ্গে শ্যামলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি কিন্ডার গার্টেনে শিক্ষকতা করতেন। শুক্রবার ফরিদপুরে নিয়োগ পরীক্ষা শেষে শনিবার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ঢাকায় ফেরার পথে ওই স্থানে দুর্ঘটনার কবলে পড়েন। 

সখীপুর (টাঙ্গাইল) : মামা বাড়ি যাওয়ার পথে সখীপুরে বাবা-মায়ের সামনে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছে শিশু সোয়াদ আল সাফওয়ান। হঠাৎই দৌড়ে রাস্তা পার হতে গেলে সে শিশুটি দুর্ঘটনার কবলে পড়ে। শুক্রবার সখীপুর-গোড়াই সড়কের পৌর শহরের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। সাফওয়ান সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড গড়গোবিন্দপুর এলাকার মাসুদ রানার ছেলে।

যশোর : দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত যুবকরা হলেন-পুলিশ সদস্য ফজলুল হক এবং যুবক রিয়াল হোসেন। শনিবার যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাটি-ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফজলুল হক খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আটন্ডা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহের শৈলকুপা থানার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা আর রিয়াল ঝিনাইদহের কাশীপুর এলাকার ইমানউদ্দিনের ছেলে। 

পূর্বধলা (নেত্রকোনা) : কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতরা হলেন উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে নিজাম উদ্দিন ও তার স্ত্রী রোকেয়া বেগম। শনিবার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে পাবই শেখপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। 

রাজশাহী : হাটে কোরবানির গরু বিক্রি করতে যাওয়ার সময় ভটভটি উলটে ব্যবসায়ী সাজেদুল ইসলাম নিহত হয়েছেন। সাজেদুল দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে। শনিবার বাগমারার তাহেরপুর পৌর এলাকার বাছিয়াপাড়া বৃন্দাবন তলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নোয়াখালী ও সেনবাগ : সেনবাগ বাজারে ট্রাকচাপায় শিশু মুজাক্কিরের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার সেনবাগ পৌর শহরের সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। মুজাক্কির নরসিংদীর দুলালপুর গ্রামের ফকির বাড়ির আকরামের ছেলে। মুজাক্কির তার মায়ের হাত ছেড়ে হঠাৎই রাস্তায় দৌড় দিলে দুর্ঘটনার শিকার হয়। 

বগুড়া : নন্দীগ্রামে থেমে থাকা ট্রাকে ভটভটির ধাক্কায় কিশোর ইমরান হোসেনের মৃত্যু হয়েছে। তিনি নন্দীগ্রাম পৌরসভার ফোকপাল দক্ষিণপাড়ার শহিদুল ইসলামের ছেলে। শনিবার ওমরপুর পদ্মপুকুর এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জে সড়ক পার হওয়ার সময় বাসচাপায় নিহতরা হলেন জয়পুরহাটের পাঁচবিবির সিরোটি গ্রামের মৃত আছির উদ্দিনের স্ত্রী মছিরন বেওয়া ও তার নাতি নূর আলম। সন্ধ্যায় উপজেলার মহাস্থান এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।


নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম