Logo
Logo
×

খবর

কিশোরগঞ্জের ৬ ব্যাংকার

জেনারেটরের নিঃসরিত গ্যাসে অচেতন

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জেনারেটর থেকে নিঃসরিত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েই আইএফআইসি ব্যাংক কিশোরগঞ্জের কুলিয়ারচর শাখার ছয় কর্মকর্তা-কর্মচারী অজ্ঞান হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। ভৈরব-কুলিয়ারচর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিব ও কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন ব্যাংকের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও পর্যালোচনার পর এমন অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

রোববার দুপুরে ওই ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী একসঙ্গে অজ্ঞান হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকে পুলিশ প্রকৃত রহস্য উদঘাটনে সিসিটিভি ফুটেজকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। সিসিটিভি ফুটেজে কোনো নাশকতা, শত্রুতা, ডাকাতির চেষ্টা বা প্রতারণার কিছু ধরা পড়েনি। সবাই অসুস্থ হয়ে বমি করতে থাকেন এবং একে একে অজ্ঞান হয়ে নিজ আসন থেকে হেলে পড়েন। ব্যাংকের ক্যাশ কিংবা ভল্ট অক্ষত ছিল।

পুলিশের সন্দেহের দৃষ্টি ব্যাংকের একটি কক্ষে আবদ্ধ অবস্থায় রাখা জেনারেটর ঘিরে। একটি বন্ধ ঘরে রাখা হয় জেনারেটরটি। অথচ তা বাইরে উন্মুক্ত স্থানে রাখার নিয়ম। জানা যায়, ওই দিন দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় প্রায় চার ঘণ্টা আবদ্ধ ঘরে জেনারেটরটি চালু রাখা হয়। ধারণা করা হচ্ছে, সেখান থেকে নিঃসরিত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সবাই অজ্ঞান হয়ে পড়েন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম