Logo
Logo
×

খবর

পলাশে নারী যাত্রীকে ধর্ষণ, চালক গ্রেফতার

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে এক নারী যাত্রীকে ধর্ষণের মামলায় শাহপরাণ নামে এক রাইড শেয়ার মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে ঢাকার কেরাণীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ। রোববার নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত ইসলামের আদালতে হাজির করা হলে ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন শাহপরাণ। তার বাসা কেরাণীগঞ্জ থানার তারানগরের বটতলী (দক্ষিণ পাড়া) এলাকায়।

পুলিশ জানায়, ২৮ মে বিকালে ভুক্তভোগী নারী ডাক্তার দেখানোর উদ্দেশ্যে শ্যামলী যেতে মিরপুর ১২ নম্বর থেকে রাইড শেয়ারের মোটরসাইকেলে ওঠেন। কিন্তু তাকে সেখানে না নিয়ে রাত সোয়া ৯টার দিকে নরসিংদীর পলাশের ঘোড়াশালের একটি ব্রিজের পাশের নির্জন স্থানে নিয়ে যান চালক শাহপরাণ। পরে সেখানে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। এ সময় নারীর সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার স্বজনদের কাছ থেকে অর্থ আদায় করেন শাহপরাণ।

পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ মারফত সংবাদ পেয়ে পলাশ থানা পুলিশ তাৎক্ষণিক ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ২৯ মে তিনি ধর্ষক শাহপরাণের নাম উল্লেখ করে এবং সহায়তাকারী হিসাবে অজ্ঞাত দুই ব্যক্তির বিরুদ্ধে পলাশ থানায় মামলা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, শাহপরাণকে পলায়নরত অবস্থায় কেরাণীগঞ্জ থেকে পুলিশ গ্রেফতার করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম